টি ২০ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল আসন্ন এভারেস্ট প্রিমিয়ার টি ২০ লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন
নেপালের এই টি ২০ টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে এই বাঁ-হাতি ওপেনারকে।
হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে দুই মাস পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পর এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।
ইনজুরির দরুন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি ২০ সিরিজ মিস করা তামিম নেপালের টুর্নামেন্টের জন্য গত রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগে তামিম পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তিনি আশা করছেনে। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা এভারেস্ট প্রিমিয়ার টি ২০ লিগ।