২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩০

নৌকার প্রচারণায় সিলেটে নায়ক ফেরদৌস

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস।

বুধবার (১৪ জুন) বিকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল, লামাবাজার ও তার আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে নায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি।

আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আনোয়ারুজ্জামানকে বিজয়ী করুন। তাকে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

Facebook
Twitter
LinkedIn