জেল থেকে বের হওয়ার দুই দিন পরই বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ রোববার বিকেলে দলীয় সভায় আম আদমি পার্টির এই নেতা এমন ঘোষণা দেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।’