২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৫

পদ্মাসেতুর উপর প্রস্রাব করা যুবককেও খুঁজছে সিআইডি

উদ্বোধনের একদিন পর পদ্মা সেতুতে উঠে কেউ নাট-বল্টু খুলে নিচ্ছে, কেউ বা আবার প্রস্রাব করছে। এসব দৃশ্য দেখে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে রীতিমত অবাক হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ইতিমধ্যে কোটি বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু নিয়ে টিকটকে উপহাস ও ট্রল করার অভিযোগে বায়েজিদ তালহা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাবে সংস্থাটি। গ্রেফতার যুবক পটুয়াখালীল তেলিখালী গ্রামের বাসিন্দা। তবে তালহাকে গ্রেফতার করা হলেও এখনও অধরা প্রস্রাব করা সেই যুবক। তার নাম পরিচয় এখনও পায়নি সংস্থাটি। তবে তাকেসহ যারা পদ্মা সেতু নিয়ে ট্রল করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি’র সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজম্যান্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউর মাসুদ বাংলাভিশনকে বলেন, পদ্মাসেতু হলো গর্বের জায়গা। মনে রাখতে হবে এটিকে নিয়ে তুচ্চ-তাচ্ছিল্য করা যাবে না। প্রস্রাব করা বা এটিকে অপমান কিংবা ভাইরাল করে বিনোদন নেওয়ার সুযোগ নেই। যারা এমনটি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

Facebook
Twitter
LinkedIn