২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪০

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

পদ্মা নদীতে জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জের বাল্লা এলাকার পদ্মায় জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন। 

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়াঘাটে নেন। পরে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ শিকারের চেষ্টা করেন। কিন্তু কোনো মাছের দেখা মেলেনি। শেষে রোববার সকাল ৮টার দিকে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রিও করেছি ভালো দামে।এতে আমরা খুব খুশি।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে কিনে এনেছি। কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে পরিচিতজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছি।

Facebook
Twitter
LinkedIn