২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৫

পদ্মায় ফেরি চলাচল বন্ধ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৫ জনু) সারাদিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

রবিবার (২৬ জুন) সকালে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল চালু হতে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দিন ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। তবে, আগামীকাল রবিবার থেকে আবার পুনরায় ফেরি চলাচল শুরু করবে। উদ্বোধন উপলক্ষে যদি সরকার প্রধানের পক্ষ থেকে ফেরি সার্ভিস চালুর নির্দেশনা আসে তবে চালু হতে পারে।’

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে কয়েকদিন ধরে রাতে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তখন শুধু দিনের বেলা নৌপথে ফেরি সার্ভিস চালু ছিল। আর পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পদ্মা সেতু অতিক্রম করে শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিস দীর্ঘদিন ধরে বন্ধ। সেতু উদ্বোধন হলেও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।’

Facebook
Twitter
LinkedIn