২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:২২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:২২

পদ্মা সেতুতে টোল আদায় করবেন নারীরাও

পদ্মা সেতুতে টোল বুথে পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী কর্মীরা দায়িত্ব পালন করছেন। সেতু কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেওয়া পদ্মা সেতুতে প্রথম।

টোল আদায় ও সংরক্ষণের দায়িত্ব পেয়েছে কোরিয়া এক্সপ্রেস করপোরেশন এবং মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

জাজিরা প্রান্তে নাওডোবা টোল প্লাজায় মোট ছয়টি বুথ আছে। পাঁচটি বুথে পুরুষের পাশাপাশি নারীও দায়িত্ব পালন করছেন। তাঁরা যানবাহন থেকে টোল আদায় করছেন।

এ বিষয়ে টোল আদায়কারী লিমা আক্তার গণমাধ্যমকে জানান, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে তাঁর। মাদারীপুর সরকারি কলেজের স্নাতকোত্তরের এই শিক্ষার্থী আট ঘণ্টা করে দায়িত্ব পালন করবেন এই বুথে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেওয়া পদ্মা সেতুতে প্রথম। প্রতিটি বুথে একজন পুরুষ ও একজন নারী কর্মী দায়িত্ব পালন করছেন।

গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীই প্রথম পদ্মা সেতুতে টোল দিয়ে সেতু পার হন। মাওয়া থেকে জাজিরা প্রান্তে যান তিনি।

গতকাল দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যুক্ত হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা। ১৯৯৮ সালে প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের যাত্রা শুরু। নির্মাণ শেষ হলো ২০২২ সালে এসে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Facebook
Twitter
LinkedIn