২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

পদ্মা সেতুর উদ্বোধনে স্মারক নোট

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নোট হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামীকাল রবিবার (২৬ জুন) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে এই নোট পাওয়া যাবে।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8185774675686652&output=html&h=166&slotname=7466951623&adk=3161722737&adf=2768587516&pi=t.ma~as.7466951623&w=664&fwrn=4&lmt=1656148401&rafmt=11&psa=1&format=664×166&url=https%3A%2F%2Fwww.manobkantha.com.bd%2Fnational%2F436679%2F%25E0%25A6%25AA%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A6%25BE-%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25A4%25E0%25A7%2581%25E0%25A6%25B0-%25E0%25A6%2589%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A7%258B%25E0%25A6%25A7%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%2595-%25E0%25A6%25A8%25E0%25A7%258B%25E0%25A6%259F&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAyLjAuNTAwNS4xMTUiLFtdLG51bGwsbnVsbCwiNjQiLFtbIiBOb3QgQTtCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEwMi4wLjUwMDUuMTE1Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTAyLjAuNTAwNS4xMTUiXV0sZmFsc2Vd&dt=1656148401467&bpp=4&bdt=373&idt=307&shv=r20220622&mjsv=m202206220101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D236eb76686abb656%3AT%3D1631517154%3AS%3DALNI_MbdXnFNWvM5coR3tMFHuCTmaldO3A&gpic=UID%3D00000558d5d964b5%3AT%3D1652673442%3ART%3D1656148143%3AS%3DALNI_MYyWnBq2iTbg1iy4aVYjTs5qflM-Q&prev_fmts=0x0%2C320x100%2C0x0%2C306x250%2C306x250&nras=1&correlator=8546604227042&frm=20&pv=1&ga_vid=1744890015.1618033303&ga_sid=1656148402&ga_hid=1691154220&ga_fc=1&rplot=4&u_tz=360&u_his=26&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=177&ady=729&biw=1354&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31065741%2C31068188%2C42531608&oid=2&pvsid=2688464358670758&tmod=1313418600&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.manobkantha.com.bd%2Fothers%2F436667%2F%25E0%25A6%25AA%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A6%25BE-%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25A4%25E0%25A7%2581-%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A6%25BF-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587-%25E0%25A7%25A7-%25E0%25A6%25A6%25E0%25A6%25B6%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%2595-%25E0%25A7%25A8%25E0%25A7%25A9-%25E0%25A6%25B6%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B6&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=3&fsb=1&xpc=eo7dgUFJWX&p=https%3A//www.manobkantha.com.bd&dtd=324

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪৬ মিমি×৬৩ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে।

নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম ‌‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। এছাড়া নোটের উপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘১০০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৳১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছন ভাগে পদ্মা সেতুর পৃথক একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে ডানদিকে নোটের শিরোনাম ইংরেজিতে ‘Padma Bridge The symbol of national pride ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে বাম কোণে ও নিচের ডান কোণে মূল্যমান ইংরেজিতে ‘১০০’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৳১০০’ লেখা রয়েছে। এছাড়া নোটের নিচে মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এর বাম পাশে BANGLADESH BANK’ ও ডান পাশে ‘ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে।

১০০ ভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে। নোটের ডান দিকে জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ‘200’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের উত্তরা পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

Facebook
Twitter
LinkedIn