২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১০
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১০

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত শাবনূর যা বললেন

প্রমত্তা পদ্মা জয় করে সেতু তার গৌবরের জানান দেয়েছে অনেক আগেই। উদ্বোধনের অপেক্ষায় কেবল প্রহর গোনা হচ্ছিল।

সেই অপেক্ষার পালাও শেষ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ইতিহাস রচিত হলো বাঙালির অনন্য সাহসিকতার।  দেশের দখিনের দুয়ার আজ খুলল। স্বপ্নের পদ্মা সেতু আজ সত্যি। 

এ তো বাঁধভাঙা উচ্ছ্বাস।  উল্লাস, আনন্দ র্যালি চলছে। এ উচ্ছ্বাস নাড়া দিয়েছে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকেও। 

সুদূর অস্ট্রেলিয়া থেকেও তিনি ভাগ বসাতে চাইলেন সবচেয়ে বড় অর্জনের আনন্দ উদযাপনে।

জানালেন নিজের অনুভূতির কথা।  সে অনুভূতি প্রকাশে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমটাই ব্যবহার করতে হলো এ অভিনেত্রীর।

শনিবার দুপুরে ফেসবুকে শাবনূর এক পোস্টে লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। ’

Facebook
Twitter
LinkedIn