২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৩

পরীক্ষা বন্ধ করা হলো কেন?

গত ১৩ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষণা করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা নিতে পারবে। ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর করোনার সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও মূল্যায়ন বিষয়ে সাতটি সুপারিশও তুলে ধরেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো অনার্স ও মাস্টার্সের পরীক্ষার অগ্রাধিকার ভিত্তিতে রুটিন প্রকাশ করে। অবশ্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগ এর আগেই পরীক্ষা নেয়া শুরু করেছিল। কিন্তু গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সংবাদ সম্মেলনের পর হঠাৎ সব পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানান। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Facebook
Twitter
LinkedIn