Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৮

পরীমনির বন্ধু অমিসহ আরও ৪ জন গ্রেফতার

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার ২ নম্বর আসামি অমিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার বিকালে তাদের উত্তরা থেকে গ্রেফতারর করা হয়। 

এর আগে মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। 

এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার বাকি তিনজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।   

ডিএমপি মিডিয়া অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক জব্দ করা হয়েছে।  

পরীমনির করা মামলায় মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞতনামা। এখন পর্যন্ত এজাহারনামীয় বা অজ্ঞতানাম কেউই ধরা পড়েনি।

Facebook
Twitter
LinkedIn