Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৬

পরীর নতুন কিছু

চিত্রনায়িকা পরীমনি এরইমধ্যে বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। যতই দিন যাচ্ছে নির্মাতাদের চাহিদার তালিকায় উঠে আসছেন তিনি। যুক্ত হচ্ছেন একের পর এক সিনেমায়। সেই ধারাবাহিকতায় পরীমনিকে নিয়ে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর এই পরিচালক পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা দিয়েছেন। তবে এটি কোনো চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা নিয়ে খোলাসা করনেনি তারা কেউই। চমক জিইয়ে রেখেছেন দু’জনেই। তবে জানা গেছে, নতুন কাজের ব্যাপারটি একেবারে চূড়ান্ত।আর পরীমনি ঢাকায় ফিরলেই সপ্তাহখানেকের মধ্যে কাজটির ঘোষণা দেয়া হবে। পরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের রসায়ন খুব ভালো। আবারও ভালো কিছু নিয়েই আমরা এক হচ্ছি। অপেক্ষায় থাকুন। বর্তমানে পরীমনি ব্যস্ত আছেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। করোনার জন্য অনেক দিন ধরে সিনেমাটির কাজ স্থগিত ছিল। সমপ্রতি আবারও শুরু হয়েছে এর চিত্রায়ণ। গেল ২৫শে মে থেকে পরীমনি ‘মুখোশ’-এর শুটিং করছেন। এর আগে পরীমনি গত মাসে চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অবসরে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবিতেও ভক্তদের নজর কেড়েছেন রীতিমতো। ২০১৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন এই গ্ল্যামারকন্যা। এরইমধ্যে নিজের পরিচিতি ও জনপ্রিয়তার সামিয়ানা ছড়িয়ে ফেলেছেন দেশজুড়ে। সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পরী জনপ্রিয়তার শীর্ষে। তার ফেসবুক পেজের দিকে চোখ রাখলেই বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে  ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে কোটি! এদিকে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গেল মার্চে।

Facebook
Twitter
LinkedIn