২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৬

পরী-রাজের সংসারে ভাঙন !

শরিফুল রাজ ও পরীমণি। ২০২২ এর বছরজুড়ে তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র কিছুদিন আগেই বিনোদন জগৎ উত্তপ্ত ছিল শাকিব-বুবলীর বিয়ে, সন্তান এবং বিচ্ছেদের সংবাদে। এই সংবাদের রেশ কাটতে না কাটতেই এবার ঢালিউড তারকা পরীমনি রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন।

শুক্রবার (৩০শে ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন এক বর্তা দিলেন তিনি। পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’ কারণ ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’ পরীমণি তার ফেসবুক প্রোফাইলে রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাটির আগে সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানান। 

আর এরপর মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া হয়ে ঢালিউডের ঘরে ঘরে।

উল্লেখ্য এর আগেও রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়েছেন পরীমণি। পরে সেটি ঠিকও হয়ে গেছে। বিপরীতে রাজ ছিলেন বরাবরই নীরব। তবে বছরের শেষ দিনে পরীমণি যেভাবে ‘ছুটি’র ঘোষণা দিলেন রাজকে, সেটি আদৌ কতোটা বাস্তবে ঘটে, তা এখন দেখার বিষয়।

এর আগে গত বছরের ১৭ই অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ই জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২শে জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তারা।

Facebook
Twitter
LinkedIn