২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৩০
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৩০

পর্যটকবাহী নৌকাডুবে নিহত ২১

ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। খবর এনডিটিভির

রোববার (৭ মে) সন্ধ্যায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

কেরালার পর্যটনমন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয়কারী ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জন লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা স্কুল ছুটিতে ভ্রমণে এসেছিল

ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস বলেছেন, কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। হতাহতরা স্কুল ছুটিতে ঘুরতে এসেছিল।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn