২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২০

পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি আয়োজিত কর্মসূচিতে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি’র আয়োজনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে নেতাকর্মীর ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।

দুপুর আড়াইটায় যখন সমাবেশ শুরু হয় তখন নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থানে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তায় অবস্থান নেয়া বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

Facebook
Twitter
LinkedIn