পল্লীকবি জসীম উদ্দীনের ১২০তম জন্মদিন ১ জানুয়ারি, শনিবার। ১৯০৩ সালের এ দিনে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের কীর্তিমান এই কবি গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি, তাদের সুখ-দুঃখ ব্যাপকভাবে তার কবিতা, নাটক ও গানে ফুটিয়ে তুলেছেন।
জসীম উদ্দীনের বাবা আনসার উদ্দিন মোল্লা ছিলেন স্কুলশিক্ষক। তার মায়ের নাম আমিনা খাতুন ওরফে রাঙাছুট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়েই জসীম উদ্দীনের বিখ্যাত কবিতা ‘কবর’ বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’। তার আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা শুরু করেন তিনি। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং পরে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩১ সালে দীনেশচন্দ্র সেনের সঙ্গে লোকসাহিত্য সংগ্রহ কাজে চাকরি করেন। পরে ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৪৪ সালে ঢাবির চাকরি ছেড়ে সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন।
১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় মারা যান তিনি।