২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৯

পাকিস্তানকে হারাল ভারত

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল ভারত।

রোববার (৯ জুন) ভারতের দেয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। 


১৪ ওভার শেষে ৮৩ রানে ৩ উইকেট ছিল পাকিস্তানের। তখন ৩৬ বলে পাকিস্তানের দরকার ছিল ৩৩ রানের। তবে কে জানত এই ম্যাচও হারবে তারা। শেষ দিকে ভারতের পেসারদের মোকাবেলা করতে পারেনি রিজওয়ান-ইফতিখাররা। তাতে লো-স্কোরিং ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান দারুণ শুরু এনে দেয় পাকিস্তানকে। যদিও বাবর বেশিদূর এগোতে পারেননি। বুমরাহর বলে ১৩ রান করে আউট হন তিনি।

রপর উসমান খানের সঙ্গে জুটি বাধেন রিজওয়ান। তাদের গড়া ৩১ রানের জুটি ভাঙেন অক্ষয় প্যাটেল। উসমান খান ফিরে যান ১৩ রান করে। তখন ১০.১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫৭ রানে ২ উইকেট। এরপর ফরখ জামান ও ইমাদ ওয়াসিমের ছোট ছোট ক্যামিও পাকিস্তানকে এগিয়ে নিতে থাকে। তবে রিজওয়ানের উইকেট হারানোর পরই খেই হারিয়ে ফেলে পাকিস্তান।


ইনিংসের ১৫তম ওভারে বুমরাহকে নিয়ে আসেন রোহিত। ওভারের প্রথম বলেই রিজওয়ানকে বোল্ড করেন বুমরাহ। এরপর ইফতিখারের উইকেটও নেন তিনি। মাঝে শাদাবকে ফেরান পান্ডিয়া। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। তবে আরশদীপের করা সেই ওভারে ১১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। তাতে ৬ রানে ম্যাচ হারে বাবর আজমের দল। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেয়ায় ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৯ রানে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে অলআউট করার স্বাদ পায় পাকিস্তান। তবে ব্যাটিংয়ে সর্বনাশ করে পাকিস্তানের ব্যাটাররা।


এদিকে এই হারের ফলে সুপার এইটে যাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে গেল পাকিস্তানের জন্য। কারণ চলতি বিশ্বকাপে দুই ম্যাচের দুইটিতেই হেরে গেছে বাবরের দল। আর দুই ম্যাচে দুই জয়ে সুপার এইটের অনেক কাছে ভারত। স্বাগতিক যুক্তরাষ্ট্রও তাদের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে।    

Facebook
Twitter
LinkedIn