Search
১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:২৭

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলো নিউজিল্যান্ড। সিরিজের আগে প্রথমস্থানে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানে হারায় কিউইরা।
টেস্টে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রেটিং ছিল ১১৬। ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারানোর পর তাদের রেটিং এখন ১১৮।
আজ বুধবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আজহার আলী ও জাফর।

প্রথম ইনিংসে তার সংগ্রহ পাঁচ উইকেট। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জেমিসন।
দারুণ ব্যাটিংয়ে ম্যাচের ভাগ্য আগেই নির্ধারণ করে দেন উইলিয়ামসন। তার ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬৫৯ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।
২৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন উইলিয়ামসন। কেন ছাড়াও ভালো খেলেছেন হেনরি নিকোলাস (১৫৭) ও ড্যারিল মিচেল (১০২)।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই ভেঙে দেন পেসার কাইল জেমিসন। ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি।

Facebook
Twitter
LinkedIn