২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৯

পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া কাপ

এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে জটিলতা কেটেছে। এবারের এশিয়া কাপ হতে পারে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এ তথ্য।

ক্রিকইনফোর খবর অনুযায়ী, এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে। ভারত রাজি হয়েছে পাকিস্তানের দেয়া প্রস্তাবে। সে অনুযায়ী কয়েকটি ম্যাচ হবে আয়োজক দেশ পাকিস্তানে এবং ভারতের ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

সেই হিসেবে এশিয়া কাপের আয়োজক হয়েও পাকিস্তানে ম্যাচ হতে পারে ৪ বা ৫টি। পাকিস্তানে হওয়া সবগুলো ম্যাচই হতে পারে লাহোরে। 

মূলত এবার এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায়। জবাবে পাকিস্তান জানায় ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। যার কারণে হুমকির মুখে পড়ে এশিয়া কাপ আয়োজন।

এরপর পাকিস্তান একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। প্রস্তাব অনুযায়ী ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তানের ইচ্ছে ছিল ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাতে রাজি হয়নি। তাতে পাকিস্তানকে পাল্টাতে হয় ভেন্যু।

ক্রিকইনফো জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়েছে। এই সপ্তাহের শেষ দিকেই চূড়ান্ত ঘোষণা দিতে পারে এসিসি। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য ১ থেকে ১৭ই সেপ্টেম্বর সময় বরাদ্দ করা আছে।

Facebook
Twitter
LinkedIn