Search
৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:১৩

পাকিস্তান ,ভারত থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

আতপ চাল নিয়ে পাকিস্তান থেকে একটি জাহাজা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। একইসঙ্গে ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে এসেছে। দুটি জাহাজে মোট ৩৭ হাজার ২৫০ টন চাল এনা হয়েছে।

আজ বুধবার সকালে ওই জাহাজ দুটি দেশে পৌঁছায় বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

ইমদাদ ইসলাম বলেন, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থাকে আমদানির ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এসআইবিআই এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানির ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে আনা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

Facebook
Twitter
LinkedIn