Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫৪

পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে গিয়েও সিরিজ না খেলে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। তা নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। এমন মুহূর্তে সিরিজ বাতিল করল ইংল্যান্ডও। পুরুষ ও নারী দলকে পাকিস্তানে না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) । সোমবার এক বিবৃতিতে দুটি সফরই বাতিল করার কথা জানায় ইসিবি।

আগামী অক্টোবরে ইংল্যান্ডের দুটি দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। দুই দলেরই খেলার কথা চিল দুটি টি-টোয়েন্টি, ১৩ ও ১৪ অক্টোবর। মেয়েদের ছিল বাড়তি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
যদিও পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান রোববার জোর দিয়েই বলেছিলেন, সূচি অনুযায়ীই সিরিজটি হওয়ার। কিন্তু পর দিনই এলো বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা। এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তান খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু অপেক্ষা যেন আরো

ইসিবি বিবৃতিতে জানায়, ‘২০২২ সালের ভবিষ্যৎ সফর সূচির অংশ হিসেবে পাকিস্তানে খেলার ব্যাপারে ইসিবির দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে। চলতি বছরের শুরুতে আগামী অক্টোবরে পাকিস্তানে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে সম্মত হয়েছিলাম। ছেলেদের পাশাপাশি মেয়েদের একটি সফরও করতে রাজি ছিলাম।

ইসিবির বোর্ড চলতি সপ্তাহান্তে পাকিস্তানে ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের অতিরিক্ত এই ম্যাচগুলো নিয়ে আলোচনায় বসেছিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও বোর্ড দুই দলের অক্টোবরের সফর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডও। সফর বাতিল হওয়ায় বেশ হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাই দুঃখও প্রকাশ করেছে ইংল্যান্ডের বোর্ড, ‘আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্ত পিসিবির জন্য বড় ধরনের হতাশা, যারা তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। গত দুই গ্রীষ্মে ইসিবির প্রতি তাদের সমর্থন বন্ধুত্বের অনেক বড় একটি প্রদর্শন।

পাকিস্তানের ক্রিকেটে এর (সফর বাতিল) প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ২০২২ সালে আমাদের মূল সফর পরিকল্পনা সচল থাকবে।’

Facebook
Twitter
LinkedIn