অল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিভিন্ন দেশের প্রায় অর্ধশতাধিক তারকা ক্রিকেটারের মিলনমেলা ঘটে এই ফ্রাঞ্চাইজি লিগে। এই টুর্নামেন্টে অংশ নিতে তারকা ক্রিকেটাররাও মুখিয়ে থাকে। বাদ নেই বাংলাদেশী ক্রিকেটাররাও। প্রায় প্রতিবছর একাধিক বাঙালীকে দেখা যায় সেই আসরে।
প্রতিবারের ন্যায় এবারো পিএসএলের আগামী আসরের জন্য দল পেতে নিবন্ধন করেছেন একাধিক বাংলাদেশী ক্রিকেটার। জানা গেছে, পিএসএল ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৮ ক্রিকেটার। যেখানে রয়েছেন সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও।
সর্বোচ্চ মূল্য তালিকার প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ ঠায় পেয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। আর গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। যেখানে লিটন দাসের সাথে রয়েছেন এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মুনিম শাহরিয়ার।
সবচেয়ে বেশি ১৮ জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে। যার মাঝে বড় নাম আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাসুম আহমেদেরা।
তাছাড়া আরো আছেন আবু সায়েম, অভিষেক মিত্র, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, জুনায়েদ সিদ্দিকী, নাদিফ চৌধুরি, রুবেল হোসেন, আল আমিন হোসেন, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া।