Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩৪

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি। 

সোমবার লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায় পাক দলের সাবেক অধিনায়ককে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া।

সেই প্রক্রিয়া অনুসরণ করেই  চেয়ারম্যান হলেন রমিজ। 

দীর্ঘ তিন বছর ধরে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গত ২৬ আগস্ট  পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

Facebook
Twitter
LinkedIn