২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৮
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৮

পুঁজিবাজারের সূচক ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও  (১৯শে মার্চ) দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই’র প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে নেমেছে। যা ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন। 

সব মিলিয়ে পুঁজিবাজারে টানা আট কার্যদিবস দরপতন এবং শেষ ২৪ কার্যদিবসের মধ্যে ২১ কার্যদিবসেই দরপতন হয়। মঙ্গলবার আগের কার্যদিবসের চেয়ে ২১ কোটি ১৩ লাখ টাকা কমে লেনদেন হয় ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা।

এমন দরপতনে মতিঝিলের ডিএসই ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। ঠিক কি কারণে টানা পতন দেখতে হচ্ছে পুঁজিবাজারে, নিয়ন্ত্রণ সংস্থাকে তা খতিয়ে দেখার আহবান জানান তারা। 

Facebook
Twitter
LinkedIn