Search
১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা রমজান, ১৪৪৬ হিজরি / রাত ২:০৭

পুঁজিবাজার: দাম বেড়েছে ১৯৮ কোম্পানির শেয়ারের

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৪ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৬ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে। এদিন লেনদেন শুরু হয়েছিল ৬ হাজার ৫১ পয়েন্ট থেকে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১২৯০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ১১৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে ১০টা ৩৬ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করে।

Facebook
Twitter
LinkedIn