২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৪

পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে এবার ন্যাটোতে সুইডেন

ফিনল্যান্ডের পর এবার সুইডেনও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার পরিকল্পনা নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার ঘোষণা দেন।

এরপরই সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনও কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আবেদন করবেন বলে জানান।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পশ্চিমা এ সামরিক জোটে যোগ দিচ্ছে তার দেশ।

ইউক্রেনে তিন মাসের চলমান যুদ্ধে রাজধানী কিয়েভ দখল করতে না পারায় উদ্দেশ্য অর্জনে রাশিয়া ব্যর্থ বলে দাবি করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। এ ছাড়া রুশ সেনাদের শক্তি শেষ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়ার এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত ফিনল্যান্ড-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে রাশিয়া।

এর আগে ন্যাটোতে যোগ দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে দুই দেশকে-এমন হুমকি দেয় রাশিয়া।

অন্যদিকে এ যোগদান নিয়ে আপত্তি জানিয়েছে জোট সদস্য তুরস্কও। ন্যাটোর সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্তপূরণের দাবি তুলেছে দেশটি।

Facebook
Twitter
LinkedIn