২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৯
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৯

পুলিশ সার্জেন্ট নিহত

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় মোজাহিদ চৌধুরী (৩২) নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (১৩ই মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার ওয়াই জংশন টোল রোডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট সৈকত নাথ জানান, নিহত মোজাহিদ নগর পুলিশের ট্রাফিক বন্দরে কর্মরত ছিলেন। পতেঙ্গা সমুদ্র সৈকতের কাঠগড় এলাকায় দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে পাহাড়তলীর বাসায় ফিরছিলেন তিনি।  ওয়াই জংশন এলাকায় একটি প্রাইভেট কার আরেকটিকে ধাক্কা দিলে মোজাহিদের মোটরসাইকেলে ধাক্কা লাগে।

গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছ। এই ঘটনায় দুই প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে বলে জানান সৈকথ নাথ।

Facebook
Twitter
LinkedIn