২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৫

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, আগামীতেও সর্বোচ্চ নিরাপত্তা: সেনাপ্রধান

দুর্গাপূজা উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগামীতেও সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। এ সময় সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান সেনাপ্রধান।

ওয়াকার-উজ-জামান বলেন, দেশের মানুষের মাঝে সহমর্মিতা রয়েছে, সবার মাঝে সহাবস্থান আছে এবং থাকবে শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান।

Facebook
Twitter
LinkedIn