২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৪

পূর্ণশক্তির ইংল্যান্ড দল পাচ্ছে না টাইগাররা

সব কিছু ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।

কিন্তু ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাবে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমনই ইঙ্গিত দিয়েছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গাইলস।

স্থানীয় সংবাদমাধ্যমকে গাইলস বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারতের বিপক্ষে আমাদের শেষ টেস্টটি সেপ্টেম্বরে। এরপর আমাদের বাংলাদেশ সফর রয়েছে। পরবর্তীতে পাকিস্তান সফর করে বিশ্বকাপ খেলতে নামবো আমরা। বিশ্বকাপ শেষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে নামতে হবে। এত ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই কোনো সিরিজেই পূর্ণ শক্তির দল পাঠানো কঠিন হবে।’

খেলোয়াড়দের বিশ্রাম দিলেও অন্য কোথাও খেলার সুযোগ থাকছেন না বলে নিশ্চিত করেছেন গাইলস। এতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে বাটলার-স্টোকসদের।

গাইলস বলেন, ‘ব্যস্ত সূচির কারণে ছেলেদের বিশ্রাম দিতেই হবে। বাংলাদেশ বা পাকিস্তান সিরিজে ছেলেদের বিশ্রাম দেয়া হলেও অন্য কোথাও ক্রিকেট খেলতে পারবেন না তারা। বিশ্রামেই থাকতে হবে ক্রিকেটারদের। আইপিএলে খেলার সুযোগও থাকছে না তাদের।’

গাইলস আরো বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে আমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপ এবং অ্যাশেজে ভালো করতে হবে আমাদের।’
সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn