২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৩

পোশাক ছাড়া ফটোশুট করায় আইনি বিপাকে রণবীর

কয়েকদিন ধরে বলিউডে গরম খবর রণবীর সিংয়ের পোশাক ছাড়া ফটোশুট। তার অভিনীত সিনেমার জন্য একাধিকবার খবরের শিরোনাম হলেও এবার তাকে এক ব্যতিক্রম ফটোশুটের কারণে খবর হতে হলো। একেবারে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর সেই ছবি সাথে সাথে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়। স্বাভাবিকভাবেই প্রশংসার চেয়ে সমালোচনার পাল্লা বেশি।

এবার এই ফটোশুটের জন্য রণবীর পড়লেন আইনি ঝামেলায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। অভিযোগে বলা হয়েছে, তিনি ‘নারীদের ভাবাবেগে আঘাত’ করেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘মুম্বাই পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দাখিল হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

ব্যতিক্রম-উদ্ভট পোশাক পরার জন্য প্রায়শ সমালোচিত হন রণবীর সিং। তবে সেই সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছেমতো সাজেই হাজির হন। এবার একেবারে নগ্ন হয়ে ফটোশুট করেছেন তিনি। পেপার ম্যাগাজিনের জন্য তোলা সেই ছবি গত ২১ জুলাই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও নগ্ন হওয়া নিয়ে রণবীরের কোনো সঙ্কোচ নেই। তিনি বলেছেন, ‘শারীরিকভাবে নগ্ন হওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

Facebook
Twitter
LinkedIn