নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি। ’
আজ সকাল আটটা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এক টানা এ ভোট গ্রহণ হবে বেলা চারটা পর্যন্ত। এ ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে। ইতিমধ্যে নির্বাচনের মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনেনানীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোট দিয়েছেন। দুই প্রার্থীই জয়ের বিষয়ে জেতার আশাবাদ ব্যক্ত করেছেন। দুজনই ভোট সুষ্ঠু হচ্ছে বলেও গণমাধ্যমকে বলেছেন।
আজ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বেলা পৌণে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। কোনো কোনো ভোট কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী ভোট নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেন নি।
মোস্তাইন বিল্লাহ নির্বাচন উপলক্ষে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আইন–শৃঙ্খলা বাহিনী ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। ৩৯ ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
শেষ পযন্ত নির্বাচন সুষ্ঠু হবে, এ আশা করছি।’
আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের দেয়ালঘড়ি এ বি এম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মাছুম বিল্লাহ্, বাংলাদেশ কল্যাণ পার্টির হাত ঘড়ি রাশেদ ফেরদৌস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন বটগাছ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া কামরুল ইসলাম।
এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।