২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫০

প্রতি উপজেলায় থাকবে ৭ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতি উপজেলায় ৭ লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

তিনি বলেন, টিকা প্রদানে ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসঙ্গে প্রস্তুত করা হয়েছে ৭ হাজার জনের একটি টিম। আগামী ২৫ বা ২৬ জানুয়ারি করোনা টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্সের ভ্যাকসিন সহ প্রায় ৫ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব।

তার ভাষ্য, ৫৫ বছর বা তার বেশি বয়সীদের পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। কম বয়সী, অসুস্থ এবং প্রবাসী আপাতত টিকা দেওয়া হবে না।

Facebook
Twitter
LinkedIn