পার্স দেস প্রিন্সেসে গুরুত্বপূর্ণ দুই অ্যাওয়ে গোলে ফাইনালে ওঠার পথ অর্ধেক এগিয়ে রাখে ম্যানচেস্টার সিটি। ফাইনালে পৌঁছাতে প্রতিপক্ষের মাঠে কঠিন সমীকরণ মেলাতে হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। মঙ্গলবার রাতে এতিহাদে ফরাসি জায়ান্টদের শেষ আশাটুকুতেও পানি ঢেলে দিলো পেপ গার্দিওলার শিষ্যরা। সেমি ফাইনালের দ্বিতীয় লেগে নেইমার-ডি মারিয়াদের ২-০ গোলে হারায় স্বাগতিকরা। ৪-১ গোলের অগ্রগামিতায় প্রথম বারের মত চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পৌঁছালো সিটিজেনরা। এদিন দুটি গোলই করেন রিয়াদ মাহরেজ।
হারলেও গোটা ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিল পিএসজি। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নেয় মাউরিসিও পচেত্তিনোর দল, তবে একটিও লক্ষ্যে ছিল না। অপরদিকে ৪৪ শতাংশ বল দখলে রেখে মোট ১২টি শটের ৫টি লক্ষ্যে রাখে ম্যান সিটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সফরকারীরা।