২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫১
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫১

প্রথমবারের মতো নির্বাচন করতে এসে হেরে গেলেন পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে প্রথমবারের মতো নির্বাচন করতে এসে সাফল্যের দেখা পাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। হেরে গেছেন তিনি। রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করেছেন তিনি।

৯ ভোটারের কাছ থেকে তিনি পান মাত্র দুটি ভোট। ৭-২ ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী। গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন তিনি।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন।

নির্বাচিতরা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।

Facebook
Twitter
LinkedIn