বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৭ এপ্রিল) রাতে অধ্যাপক এম এ মান্নানকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর রাতেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।
বিএনপি নেতা এম এ মান্নান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। তবে একের পর এক মামলায় অভিযুক্ত হওয়ায় তিনি নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেননি। কয়েক দফায় সরকার তাকে বরখাস্ত করলেও তিনি উচ্চ আদালতের রায়ে মেয়রের চেয়ারে ফেরেন। ওই পাঁচ বছরের মধ্যে বেশ কয়েকবার গ্রেফতার হয়ে তাকে কারাগারে যেতে হয়।
এদিকে, পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার বাদ এশা বারিধারা ডিওএসএইচ ও শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সংসদ ভবন, ১১টায় নয়াপল্টনে এবং বাদ জুমা গাজীপুর রাজবাড়ী মাঠে জানাজা শেষে বাদ আসর এম এ মান্নানকে সালনা গ্রামের বাড়িতে দাফন করা হবে।