২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৯

প্রধানমন্ত্রীকে ‌‌’না’ বলা অসম্ভব : তামিম

অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পরদিনই সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে গণভবনে যান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে জানান, অবসরে যাচ্ছেন না, খেলবেন। তিনি বলেন প্রানমন্ত্রীকে ‘না’ বলা সম্ভব নয়। 

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সস্ত্রীক তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তামিম ইকবাল। সেখানেও তিনি লেখেন, ‘কান্ট সে নো টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। ’ 

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী তার বাসভবনে দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

Facebook
Twitter
LinkedIn