২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : স্মৃতিকে জামিন দিলেন আপিল বিভাগ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) জামিন দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


এর আগে গত বছরের ৪ অক্টোবর গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ। এদিন রাত দেড়টার দিকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী।

স্মৃতির বিরুদ্ধে অভিযোগ, নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকাবিরোধী লেখালেখি করেন। তার স্বামী মো. খোকন আহম্মেদ একজন প্রবাসী।

Facebook
Twitter
LinkedIn