৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০৭
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০৭

প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই

বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হামিদার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।

শুক্রবার বাদ জুমা হামিদারর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

Facebook
Twitter
LinkedIn