২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৭

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তাঁর সফরের অভিজ্ঞতা ও ফলাফল তুলে ধরবেন। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বরাবরের মতো এবারও সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

চার দিনের সরকারি সফরে ১৩ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা যান প্রধানমন্ত্রী। সেখানে ১৪ ও ১৫ জুনের ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন তিনি। পরদিন রাতে দেশে ফেরেন শেখ হাসিনা।

এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে ২২ মে দোহায় যান প্রধানমন্ত্রী। কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেন তিনি। ২৫ মে ভোরে দেশে ফেরেন বাংলাদেশের সরকারপ্রধান।

Facebook
Twitter
LinkedIn