ভারতের নয়াদিল্লিতে চলছে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। প্রভাবশালী বিশ্বনেতারা এতে যোগ দিয়েছেন। আমন্ত্রিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দিয়েছেন।
শনিবার সকালে জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বনেতারা একে একে আসতে থাকেন নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সেখানে বিশ্বনেতাদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে শেখ হাসিনার সাথে সেলফি তুলতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ এসময় উপস্থিত ছিলেন। সবাইকে খুব প্রাণবস্ত দেখাচ্ছিল।