Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৪

প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই

 চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির সাবেক নেতা ও সেন্সর বোর্ড সদস্য নাসিরউদ্দিন দিলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাসিরউদ্দিন দিলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, তিনদিন আগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন নাসিরউদ্দিন দিলু।

তিনি জানান, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা বিবেচনা করে প্রযোজক নেতা দিলুকে আইসিইউ তে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

দুইবার প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ছিলেন নাসিরউদ্দিন দিলু, দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ১৫টির বেশি ছবি প্রযোজনা করেন নাসিরউদ্দিন দিলু। প্রথম প্রযোজিত ছবি ‘পাগলা রাজা’। সবচেয়ে ব্যবসাসফল প্রযোজিত ছবি আলমগীরকে নিয়ে বানানো ‘আমি সেই মেয়ে’।

এছাড়াও তার প্রযোজিত ছবিগুলোর মধ্যে সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহান এর মতো ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Facebook
Twitter
LinkedIn