২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১৬
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১৬

প্রশান্তির খোঁজে কেদারনাথে জ্যাকুলিন

আইনি জটিলতায় গত কয়েকবছর একেবারেই স্বস্তিতে ছিলেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। তাছাড়া সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর বিটাউনের কাছের অনেকেই তার থেকে দূরে সরে গেছেন।

অন্যদিকে দিনের পর দিন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরার মুখে রয়েছেন জ্যাকুলিন। ফলে কয়েকবার আদালতে উপস্থিত হতে হয়েছে তাকে। এমনকি ভারতের বাইরে যাওয়া নিয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল জ্যাকুলিনের ওপর।

এসব ঝামলার বাইরেও মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে জ্যাকুলিনকে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। বলা যায়, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছেন তিনি। তাই প্রশান্তির খোঁজে কেদারনাথে গেছেন জ্যাকুলিন। সেখানে ভ্রমণের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

Facebook
Twitter
LinkedIn