২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৫

‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হচ্ছেন জয়া

দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় জীবনে পেয়েছেন অনেক স্বীকৃতি। এবার অন‌্যরকম এক সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। এবার পশুপ্রেমের জন‌্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। 

পশুদের নিয়ে কাজ করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করছে সংগঠনটি। প্রাণী ভালোবাসেন, সহযোগিতা করেন এমন ১০ জনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে ‘পাও’ নামে এ সংগঠনটি। এতে জয়া আহসান ছাড়াও রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও। 

পুরস্কার ঘোষণা করা হলেও এখনই প্রদান করা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী নভেম্বরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

Facebook
Twitter
LinkedIn