Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২০

প্ল্যান করে চুরি করছে সরকার: ফখরুল

সরকার প্রতিটি ক্ষেত্রে প্ল্যান করে চুরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের নামে মালামাল ক্রয় করে তা ব্যবহার করা হচ্ছে না। একটা আছে, আরেকটা নেই। ভারত থেকে করোনা ভ্যাকসিন সংগ্রহ করা হবে দেড় ডলার বেশি দিয়ে। সরকারের লোকই তা আনছে। সরকার প্রতিটি ক্ষেত্রে প্ল্যান করে চুরি করছে।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাজনৈতিক দলগুলো সৃষ্টিশীল ভূমিকা পালন করতে পারছে না। আওয়ামী লীগ আজও ব্রিটিশের রাজনীতি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। রাজনীতিবিদদের এখন আর কোনো জায়গা নেই। কর্তৃত্ববাদী শাসনে এটা সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, এরশাদ ও আইয়ুব খানের আমলে যা হয়েছিল, এখন আওয়ামী লীগের আমলে তাই হচ্ছে। আওয়ামী লীগ এখন কর্তৃত্ববাদী এবং লুটপাটের দলে পরিণত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ রয়েছে। ইচ্ছে মতো যেকোনো মার্কায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।

তিনি বলেন, এ বছরটা আমাদের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য খুব খারাপ বছর। দুর্নীতি, ধর্ষণ ও জনগণের অধিকার হননও এ বছর সবচেয়ে বেশি হয়েছে।

২০২১ সালে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ চেষ্টা চালাবে বলে আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল।

Facebook
Twitter
LinkedIn