২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৩

ফখরুল অবৈধ দলের মহাসচিব- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি অবৈধ দল। মির্জা ফখরুল হচ্ছে অবৈধ মহাসচিব। তাঁর পদত্যাগ করা উচিত।

আজ বুধবার (২২শে মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

কাদের বলেন, ছাত্রলীগে এখনো অনেক পঁচা গলিত অংশ রয়ে গেছে, তাদের বাদ দিতে হবে। ভারতের এম্বাসিতে গিয়ে বিএনপি মনে করছে ভারত জয় করেছে। গুলশান, বনানী বিভিন্ন জায়গায় ব্রেক ফাস্টে গিয়ে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা করছে। 

মন্ত্রী বলেন, বিশ্বে দুর্দিন চলছে, তার প্রতিক্রিয়া বাংলাদেশে। বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। ফখরুল বলে আওয়ামী লীগ গণতন্ত্র ধংস করেছে, তোমরা গণতন্ত্রকে কবর দিয়েছো। দেশ মেরামত করেছে শেখ হাসিনা, বিএনপির হাতে আর দেশ যাবে না। বিএনপির দশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, নেতাও ভুয়া। আমেরিকার এম্বাসেডরকে বলে এসেছি তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হবে না।

Facebook
Twitter
LinkedIn