২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪০

ফখরুল-আব্বাসসহ ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি হবে আজ। 

সোমবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে দুপুরে এ শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।

মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন। এছাড়া মির্জা আব্বাসের জামিনের আবেদন করেন মহিউদ্দিন চৌধুরী।

বিএনপির আইনজীবীরা আশাবাদী এদিন মির্জা ফখরুল-আব্বাসসহ আসামিরা জামিন পাবেন।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব প্রমুখ।

এর আগে গতকাল রোববার আসামিপক্ষের আইনজীবীরা মির্জা ফখরুল ও মির্জা আবাসসহ ১৫৩ নেতাকর্মীর স্পেশাল জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

Facebook
Twitter
LinkedIn