Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:৪১

ফখরুল ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় সংক্রমিত হয়েছেন। দুজনই বর্তমানে তাঁদের উত্তরার বাসায় আছেন। ফখরুলের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে এসব তথ্য জানায়।

দুজনের শারীরিক অবস্থা ভালো আছে। আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আগের দিন সোমবার তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হন।

অবশ্য বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে আজ বলেন, মহাসচিবের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে করোনা পরীক্ষা করলে তাঁর পজিটিভ ফল আসে। শায়রুল কবির খান আরও বলেন, চিকিৎসকের পরামর্শে তাঁরা দুজন বাসাতেই থাকছেন।

Facebook
Twitter
LinkedIn