২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৯
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৯

ফজলুর রহমান বাবুর ‘আধখানা চাঁদ’

এনটিভিতে আজ রাত সাড়ে ৯টায় প্রচার হবে ফজলুর রহমান বাবু অভিনীত একক নাটক ‘আধখানা চাঁদ’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। আরও অভিনয় করেছেন প্রীতি চৌধুরী ও তামিম খন্দকার। নাটকের গল্প এমন- চিত্রশিল্পী আভা রহমান প্রতিদিন বিকালে নির্দিষ্ট সময়ে ক্যানভাস, রং, প্যালেটের ব্যাগ কাঁধে নিয়ে নিরিবিলি সুন্দর একটা ঝিলের পাশে এসে আপন মনে ছবি আঁকে। আভা খেয়াল করে রোজ ঝিলের অপর প্রান্তে একটি বেঞ্চে একাকী বসে থাকেন চিরকুমার অবসরপ্রাপ্ত শিক্ষক আবেদ সাহেব। আবেদ সাহেব একা একা এমনভাবে কথা বলেন যেন তার পাশে কেউ বসে রয়েছেন! আভার মনে কৌতূহল জাগে। সে স্থির করে আবেদ সাহেবের মনের ছবি আঁকবে।

কিন্তু কীভাবে? গল্পের মাঝে আভা পথ খুঁজতে থাকে কীভাবে পরিচিত হবে আবেদ সাহেবের সঙ্গে। কারণ, তার সঙ্গে পরিচিত হতে না পারলে তার সম্পর্কে জানতে না পারলে আবেদ সাহেবের মনের ছবি আঁকবে কীভাবে? এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
নতুন এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘আধখানা চাঁদ’ নাটকটির গল্পটা ব্যতিক্রম। কাজ করে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। এমন গল্পে খুব বেশি কাজ করা হয় না সাধারণত। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবে এ নাটক এবং তাদের কাছে একটি ভালো বার্তা যাবে যেটি কাজে লাগবে বলে মনে করছি।

Facebook
Twitter
LinkedIn