২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৪

ফরিদপুর জেলায় ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য ফেন্সিডিল এর একটি চালান নিয়ে পিকআপ যোগে কুষ্টিয়া জেলা হতে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ১৭/০৯/২০২২ তারিখ রোজ শনিবার সন্ধা ১৮.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কুষ্টিয়া টু ফরিদপুর গামী মহাসড়কে শিবরামপুর সাইনবোর্ড ফতেপুর লাম ফিলিং স্টেশন সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে ০১। মোঃ রানা আলী (২৭), পিতা-মোঃ মহারম আলী চৌকিদার ২। মোঃ হৃদয় ইসলাম (২৩), পিতা-মোঃ মোক্তার মালীথা, উভয় সাং , সাং-সিরাজনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ফেন্সিডিল ৩৮৭ বোতল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন এবং ০৫টি সীমকার্ড জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে কুষ্টিয়া হতে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।  

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
LinkedIn