২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:১২

ফলোঅনে পড়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুল হক ও লিটন দাসের বড় জুটিতে ভর করে ইতিহাসগড়া জয়ের ভিত পেয়েছিল বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চেও তাদের ওপর ছিল ইনিংস পরাজয় এড়ানোর গুরুদায়িত্ব। কিন্তু বেশিদূর যেতে পারলেন না অধিনায়ক মুমিনুল। ফলে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ফলোঅনে পাঠিয়েছে নিউজিল্যান্ড। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকায় যেখানে ইনিংস মেরামতই মূল লক্ষ্য, সেখানে তৃতীয় দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পেরেছে সফরকারীরা।  বাংলাদেশ এখনও পিছিয়ে ২৬৮ রানে। ক্রিজে আছেন লিটন দাস (৬) ও নুরুল হাসান (০)।

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে ১২৬ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে নামা বাংলাদেশের প্রথম সেশনে প্রাপ্তি- শুরুটা হয়েছে ভালো ব্যাটিং প্রদর্শনীতে। প্রায় ঘণ্টাখানেক প্রতিরোধ গড়ে কিউইদের হতাশ করতে পেরেছিল সাদমান ইসলাম-মোহাম্মদ নাঈম জুটি।

কিন্তু দলীয় স্কোর যখন ২৭ তখনই বিপদ ডেকে আনেন সাদমান। ১৪তম ওভারে কাইল জেমিসনের লেগ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিলেও পারতেন। কিন্তু অলস ভঙ্গিতে খেলতে গিয়ে টম ব্লান্ডেলের অসাধারণ এক ক্যাচে পরিণত হন তিনি। প্রায় ঘণ্টা খানেক ক্রিজে পড়ে থাকলেও বামহাতি ব্যাটার সাজঘরে ফিরেছেন ৪৮ বলে ২১ রানে। তাতে ছিল ৩টি চার। প্রথম ইনিংসেও ব্যর্থ হওয়া সাদমান করতে পেরেছিলেন মাত্র ৭ রান। 

এক ওভার বিরতি দিয়ে আবারও উইকেট পেয়ে যাচ্ছিলেন জেমিসন। খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু মিচেল সেই সুযোগ হাতছাড়া করেছেন।

জীবন পেয়ে শান্ত ইনিংস মেরামতে মনোযোগী হয়েছিলেন। নাঈমকে সঙ্গে নিয়ে যোগ করেন ৪৪ রান। লাঞ্চ ব্রেকের আগে শান্ত আরেকটু ধৈর্য ধরলেই প্রথম সেশনের বিরতিটা একটু স্বস্তিতে কাটাতে পারতো বাংলাদেশ। কিন্তু নিল ওয়াগনারের শর্ট ডেলিভারিতে আর শেষ রক্ষা হয়নি। পুল করতে গিয়ে ধরা পরেন বাউন্ডারি লাইনে। ৩৬ বলে আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা শান্ত করেছেন ২৯ রান। তাতে ছিল ৫টি চার। অথচ আগের ওভারে এই শর্ট ডেলিভারিতেই তাকে অস্বস্তিতে ফেলতে চেষ্টা করেছেন ওয়াগনার। কিন্তু কিউই পেসারকে মেরে খেলেই জবাব দিয়েছিলেন।  

দ্বিতীয় টেস্টে অভিষেক হলেও প্রথম ইনিংসে স্মরণীয় কিছু করতে পারেননি মোহাম্মদ নাঈম। ফিরেছেন খালি হাতে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ফলোঅন করতে নামলে  শুরু থেকে প্রান্ত আগলে খেলেছেন। দলীয় স্কোর ১০৫ ছাড়ানোর পর অবশ্য থিতু হতে পারলেন না। ক্যাচ দিয়ে ফিরেছেন ২৪ রানে। 

বিশাল ব্যবধানে পিছিয়ে থাকায় যেখানে ইনিংস মেরামতই মূল লক্ষ্য, সেখানে তৃতীয় দিনের প্রথম সেশনে ভালো ব্যাটিংয়ের উদাহরণ রেখেছে সফরকারীরা। ২ উইকেট হারিয়ে তুলতে পারে ৭৪ রান। বিরতির পর মুমিনুল হক ও মোহাম্মদ নাঈম মিলে ভালোভাবেই সামাল দিচ্ছিলেন। ৩৪ রান যোগ করেন তারা। দুই ঘণ্টারও বেশি সময় প্রান্ত আগলে খেলা নাঈম মনোযোগ হারিয়ে বসেন দলের স্কোর ১০৫ ছাড়ালে। টিম সাউদির ফুলার লেংথের বল  ড্রাইভ করতে চেয়েছিলেন। ফলাফল বল এজ হয়ে জমা পড়েছে দ্বিতীয় স্লিপে। তাতে শেষ হয় নাঈমের ৯৮ বলে খেলা ২৪ রানের ইনিংস।

অথচ প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ ছিল এই ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় দিন কিউইরা ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর মাত্র ২৭ রান তুলতেই টপ অর্ডারের ৫ উইকেট হারায় বাংলাদেশ! কিছুই করতে পারেননি সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাস।

ইয়াসির আলী ও নুরুল হাসান মিলে প্রাথমিক ধাক্কা সামাল না দিলে হয়তো আরও বাজে কিছু হতো। দেখতে দেখতে দলীয় স্কোর শত রানের কাছে পৌঁছায় এই দুই ব্যাটারের কল্যাণে। কিন্তু দলীয় ৮৭ রানে টিম সাউদির দুরন্ত গতির কাছে পরাস্ত হতেই হয় নুরুল হাসানকে। লেগ বিফোরে আম্পায়ার আঙুল তুলে দেন সরাসরি। নুরুল হাসান রিভিউ নিলেও রক্ষা হয়নি। আম্পায়ার্স কলে বিদায় নিতে হয়েছে। ফেরার আগে ৬২ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন নুরুল হাসান। এই জুটিতে যোগ হয় গুরুত্বপূর্ণ ৬০ রান।

তার পর মিরাজ ছিলেন শেষ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। কিন্তু অফস্পিনিং অলরাউন্ডার টিকে থাকার ধৈর্য দেখাতে পারলেন না। ৩৩ বল খেলা এই ব্যাটারকে বোল্ড করেছেন ট্রেন্ট বোল্ট। আর এই উইকেট তুলে নিয়েই টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন কিউই পেসার। মিরাজের বিদায়ে তখন লেজ বের হয়ে যায় সফরকারীদের। লেজের দিকে শুরুর পতনই হয় তাসকিনের বিদায়ে। জেমিসনের বলে ক্যাচ তুলে দিয়েছেন। 

একপ্রান্ত আগলে ইয়াসীর শুধু নিজের ব্যাটিং দক্ষতার প্রদর্শনী করতে পেরেছেন। তুলে নিতে পেরেছন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিও। তবে ৫৫ রান করার পর আগ্রাসী হতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন জেমিসনের বলে। ৯৫ বল খেলা ইয়াসিরের ইনিংসে ছিল ৭টি চার। তার বিদায়ের পর শরিফুলও বোল্ড হলে ৪১.২ ওভারে ১২৬ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ছিল ট্রেন্ট বোল্টের। ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন। ২৮ রানে ৩টি নিয়েছেন টিম সাউদি। ৩২ রানে দুটি নিয়েছেন কাইল জেমিসন।        

কিউইদের ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণার পথে দুর্দান্ত ব্যাটিংয়ে ল্যাথাম খেলেছেন ২৫২ রানের ঝলমলে ইনিংস। ডাবল সেঞ্চুরির পথ প্রথম দিনই করে রেখেছিলেন। সুযোগটা নষ্ট করেননি বাঁহাতি ওপেনার। দ্বিতীয় দিনের সকালেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। মুমিনুলের বলে আউট হওয়ার আগে ৩৭৩ বলের ইনিংসটি কিউই অধিনায়ক সাজান ৩৪ বাউন্ডারি ও ২ ছক্কায়।

ল্যাথামের সঙ্গে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন ডেভন কনওয়ে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। যদিও শতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। করেছেন ১০৯ রান। কনওয়ে ১৬৬ বলের ইনিংসটি সাজান ১২ বাউন্ডারি ও ১ ছক্কায়।

বাংলাদেশের দুই পেসার শরিফুল ও এবাদত দুজনই পেয়েছেন ২টি করে উইকেট। আর ১ উইকেট শিকার মিরাজের।

Facebook
Twitter
LinkedIn